কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের লক্ষ্যে বিদ্যমান ইউটিলিটিজ (Power, Steam & Water) সমস্যা স্থায়ী সমাধানে অর্থাৎ স্বনির্ভরতা অর্জনে বিভিন্ন সময়ে গঠিত কমিটির দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশ অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা, দেশের কৃষি নিরাপত্তার স্বার্থে চলতি অর্থবছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ১,৫০,০০০ মে.টন অর্জন করা এবং বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখা। কারখানার বর্ষিক উৎপাদনের ক্ষেত্রে ইউটিলিটিজ সমস্যা সমাধানের মাধ্যমে অর্জনযোগ্য উৎপাদন ক্ষমতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখা। প্ল্যান্ট-১ এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাধারণ ঠিকাদার মেসার্স কমপ্ল্যান্ট, চায়না কর্তৃক প্ল্যান্ট মডিফিকেশন কাজ সম্পাদন, নিরবচ্ছিন্ন উৎপাদনের লক্ষ্যে ৫০০ মে. টনের একটি নতুন অ্যামোনিয়া ডে-ট্যাংক স্থাপন , অ্যামোনিয়া মজুদ বৃদ্ধির জন্য ১০,০০০ মে. টনের একটি নতুন অ্যামোনিয়া মাদার ট্যাংক স্থাপন, ফসফরিক এসিড মজুদ বৃদ্ধির জন্য ১০,০০০ মে. টন ধারন ক্ষমতার চারটি নতুন ট্যাংক স্থাপন, প্ল্যান্ট-১ এর Screen প্ল্যান্ট-২ এর আদলে মডিফিকেশন করা, রক্ষণাবেক্ষণ কাজ যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে ওয়ার্কসপ ফ্যাসিলিটিজ বৃদ্ধি করা ও কারখানার নিয়মিত ওভারহলিং এর ব্যবস্থা করার মাধ্যমে কাঁচামাল ও ইউটিলিটিজ এর Usage Ratio বাজেটেড মানে রাখা, কারখানার সকল টেন্ডার প্রক্রিয়া ই-জিপি তে সম্পন্ন করা, ই-ফাইলিং কার্যক্রম চালু রাখা, কারখানার নিজস্ব ওয়েবসাইট Update রাখা, আবাসন সমস্যা নিরসনকল্পে হাউজিং কলোনীর মাস্টার প্লান বাস্তবায়নসহ অবকাঠামো উন্নয়ন, বর্ণিত কার্যক্রমের পাশাপাশি জনবলের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং HSE সহ অন্যান্য সহায়ক কার্যক্রমের মাধ্যমে কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি।