কৃষিজ উৎপাদনে ডিএপি সারের চাহিদা পূরণে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুসারে ডিএপি সার উৎপাদন ও বিতরণ।
প্রসেসগত ও কারিগরি সমস্যার সমাধানপূর্বক কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখা।
উৎপাদিত ডিএপি সারের গুণাগুণের আদর্শমান নিশ্চিতকরণে নিজস্ব ল্যাবে পরীক্ষা এবং যথোপযুক্ত ব্যাগিং ও প্যাকিং এর মাধ্যমে সারের মান সুরক্ষা করে ডিলারদের নিকট সরবরাহের ব্যবস্থা করা।
যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি জ্ঞানভিত্তিক দক্ষ জনবল তৈরিকরণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ নূরুজ্জামান এনডিসি তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ১৬ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান পদে যোগদান করেন।
ব্যবস্থাপনা পরিচালক
জনাব মোহাম্মদ মঈনুল হক ০১/০৬/১৯৯৯ তারিখে বিসিআইসিতে যোগদান করেন। তিনি ২২/০৩/২০২১ তারিখে মহাব্যবস্থাপক (প্রশাসন) পদে পদোন্নতিপ্রাপ্ত হন এবং ২৯/১২/২০২৪ তারিখে ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (ডিএপিএফসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।