২০২১-২০২২ অর্থবছরে প্ল্যান্ট-১ এর Bucket Elevator(T-240) মেরামত করা হয়। প্ল্যান্ট-১ এর Primary Screen(S-251) এর Conventional Circuit modification work সম্পন্ন করা হয়। প্ল্যান্ট-২ এর Dryer এর টায়ার ও রোলারসহ Alignment সমস্যা স্থানীয় পর্যায়ে সম্পাদন করা হয়। প্ল্যান্ট-২ এর Air Compressor এর মেরামত কাজ নিজস্ব প্রকৌশলী দ্বারা সম্পাদন করা হয়। প্ল্যান্ট-২ এর অ্যামোনিয়া ডে-ট্যাংক এর PCV পরিবর্তন করা হয়। ব্যাগিং-২ এর প্যাকার স্কেল মডিফিকেশন করে ড্রপিং সংখ্যা ৬/৭ থেকে ১১/১২ এ উন্নীতকরণ। CUFL ওভারহলিং সম্পাদনের ফলে DAPFCL ইউটিলিটিজ সুবিধা পাওয়ায় ১টি প্ল্যান্ট চালু রাখা সম্ভব হচ্ছে। ২০২০-২০২১ অর্থবছরে প্রসেস প্ল্যান্ট-১ এর DCS Upgradation এর কাজ সম্পন্ন করা হয়। প্ল্যান্ট-২ এর Vaporizer কারখানার নিজস্ব প্রকৌশলী দ্বারা প্রতিস্থাপন ও কমিশনিং করা হয়। প্ল্যান্ট-১ এর Dryer এর টায়ার ও রোলার মেরামত এবং Alignment কার্য স্থানীয় পর্যায়ে সম্পাদন করা হয়। স্থানীয়ভাবে মেরামতকৃত প্ল্যান্ট-২ এর Dryer এর টায়ার ও রোলারসহ Alignment সমস্যা স্থানীয় পর্যায়ে সম্পাদন করে ভাইব্রেশনজনিত সমস্যা নিরসন করা হয়। ২২/০৮/১৬ খ্রি. এ প্ল্যান্ট-১ অ্যামোনিয়া ট্যাংক দুর্ঘটনার প্রায় দীর্ঘ ০৩ বছর পর ২০১৯-২০২০ অর্থবছরে অ্যামোনিয়া সরবরাহ লাইন মোডিফিকেশন করে গত ২৮/১০/১৯ খ্রি. এ উৎপাদন পুন: চালু করা হয়। ২০/০৪/১৯ খ্রি. এ প্ল্যান্ট-২ এর ড্রায়ার এর Abnormal Vibration জনিত কারণে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয় ঠিকাদারের মাধ্যমে ড্রায়ার মেরামত কাজ সম্পাদন করে গত ২৭/১১/১৯ খ্রি. তারিখে প্ল্যান্ট-২ এর উৎপাদন পুনরায় চালু করা হয়। ডিএপিএফসিএল এর নিজস্ব ওয়েবসাইট (www.dapfcl.gov.bd) ০২/১১/১৯ খ্রি. তারিখে Live এ আনয়ন করা হয়। ডিএপিএফসিএল-এর ই-নথি কার্যক্রম ০৯/১১/১৯ খ্রি. তারিখে Live এ আনয়ন করা হয়।
২০২১-২০২২ অর্থবছরে ১,০০,০০০ মে. টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে ১,০২,৩০৪ মে. টন ডিএপি সার উৎপাদিত হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২.৩০% বেশি। ২০২০-২০২১ অর্থবছরে ১,০০,০০০ মে. টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ১,০২,১১৫ মে. টন ডিএপি সার উৎপাদিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২.১২% বেশি। ২০১৯-২০২০ অর্থবছরে ৬০,০০০ মে. টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৫,৭৯৫ মে. টন ডিএপি সার উৎপাদিত হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৬.৩৩% বেশি এবং উক্ত অর্থবছরে বিক্রয় ৭২,৯৪৭ মে. টন যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১.৫৮% বেশি।
ডিএপি সারের একই গুণাগুণ সম্পন্ন মজুদকৃত পাউডার ডিএপি সারের বিক্রয় প্রক্রিয়া শুরু করে ২০২২-২০২৩ অর্থবছর পর্যন্ত ১৪,২৪৪.০০ মে. টন সরবরাহ সম্পন্ন করা হয়েছে।