Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২২

সাম্প্রতিক অর্জন

২০২১-২০২২ অর্থবছরে প্ল্যান্ট-১ এর Bucket Elevator(T-240) মেরামত করা হয়। প্ল্যান্ট-১ এর Primary Screen(S-251) এর Conventional Circuit modification work সম্পন্ন করা হয়। প্ল্যান্ট-২ এর Dryer এর টায়ার ও রোলারসহ Alignment সমস্যা স্থানীয় পর্যায়ে সম্পাদন করা হয়। প্ল্যান্ট-২ এর Air Compressor এর মেরামত কাজ নিজস্ব প্রকৌশলী দ্বারা সম্পাদন করা হয়। প্ল্যান্ট-২ এর অ্যামোনিয়া ডে-ট্যাংক এর PCV পরিবর্তন করা হয়। ব্যাগিং-২ এর প্যাকার স্কেল মডিফিকেশন করে ড্রপিং সংখ্যা ৬/৭ থেকে ১১/১২ এ উন্নীতকরণ। CUFL ওভারহলিং সম্পাদনের ফলে DAPFCL ইউটিলিটিজ সুবিধা পাওয়ায় ১টি প্ল্যান্ট চালু রাখা সম্ভব হচ্ছে। ২০২০-২০২১ অর্থবছরে প্রসেস প্ল্যান্ট-১ এর DCS Upgradation এর কাজ সম্পন্ন করা হয়। প্ল্যান্ট-২ এর Vaporizer কারখানার নিজস্ব প্রকৌশলী দ্বারা  প্রতিস্থাপন ও কমিশনিং করা হয়। প্ল্যান্ট-১ এর Dryer এর টায়ার ও রোলার মেরামত এবং Alignment কার্য স্থানীয় পর্যায়ে সম্পাদন করা হয়। স্থানীয়ভাবে মেরামতকৃত প্ল্যান্ট-২ এর Dryer এর টায়ার ও রোলারসহ Alignment সমস্যা স্থানীয় পর্যায়ে সম্পাদন করে ভাইব্রেশনজনিত সমস্যা নিরসন করা হয়। ২২/০৮/১৬ খ্রি. এ প্ল্যান্ট-১ অ্যামোনিয়া ট্যাংক দুর্ঘটনার প্রায় দীর্ঘ ০৩ বছর পর ২০১৯-২০২০ অর্থবছরে অ্যামোনিয়া সরবরাহ লাইন মোডিফিকেশন করে গত ২৮/১০/১৯ খ্রি. এ উৎপাদন পুন: চালু করা হয়। ২০/০৪/১৯ খ্রি. এ প্ল্যান্ট-২ এর ড্রায়ার এর Abnormal Vibration জনিত কারণে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয় ঠিকাদারের মাধ্যমে ড্রায়ার মেরামত কাজ সম্পাদন করে গত ২৭/১১/১৯ খ্রি. তারিখে প্ল্যান্ট-২ এর উৎপাদন পুনরায় চালু করা হয়। ডিএপিএফসিএল এর নিজস্ব ওয়েবসাইট (www.dapfcl.gov.bd) ০২/১১/১৯ খ্রি. তারিখে Live এ আনয়ন করা হয়। ডিএপিএফসিএল-এর ই-নথি কার্যক্রম ০৯/১১/১৯ খ্রি. তারিখে Live এ আনয়ন করা হয়।

২০২১-২০২২ অর্থবছরে ১,০০,০০০ মে. টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে ১,০২,৩০৪ মে. টন ডিএপি সার উৎপাদিত হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২.৩০% বেশি। ২০২০-২০২১ অর্থবছরে ১,০০,০০০ মে. টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ১,০২,১১৫ মে. টন ডিএপি সার উৎপাদিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২.১২% বেশি। ২০১৯-২০২০ অর্থবছরে ৬০,০০০ মে. টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৫,৭৯৫ মে. টন ডিএপি সার উৎপাদিত হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৬.৩৩% বেশি এবং উক্ত অর্থবছরে বিক্রয় ৭২,৯৪৭ মে. টন যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১.৫৮% বেশি।

ডিএপি সারের একই গুণাগুণ সম্পন্ন মজুদকৃত পাউডার ডিএপি সারের বিক্রয় প্রক্রিয়া শুরু করে ২০২২-২০২৩ অর্থবছর পর্যন্ত ১৪,২৪৪.০০ মে. টন সরবরাহ সম্পন্ন করা হয়েছে।



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon